সীতাকুণ্ডে এস এল শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ থেকে পড়ে নিরাপত্তা কর্মি নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুরাতন জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় জাহাজ থেকে পড়ে রনবিক্রম ত্রিপুরা(২৭) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার মাদামবিবিরিহাট সমুদ্র উপকূলে এস এল শীপ ইয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত রন বিক্রম ত্রিপুরা খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার পেজগাং, খর্গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁডির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে জাহাজে দায়িত্ব পালনকালে হঠাৎ জাহাজ থেকে নিচে পড়ে যায় রণবিক্রম। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় হাট এস এল শিপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ