নেয়ামত আলী শাহ্ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন
আরজুন নাহারঃ
অদ্য ১২ জানুয়ারি বুধবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলাস্থ হযরত নেয়ামত আলী শাহ্ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসা’র ২০২২ নতুন শিক্ষাবর্ষের ছবক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল মাদরাসা ম্যানেজিং কমিটি’র সভাপতি আলহাজ্ব আব্দুর ছবুর’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ছবক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার দাতা সদস্য ব্যবসায়ি আব্দুল মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন, প্রবাসি নুরুচ্ছফা, বশির আহমদ, আব্দুল মাবুদ, আব্দুস সালাম। মাদরাসা শিক্ষক মাওলানা মুহাম্মদ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছবক প্রদান করেন মেহমানে আ’লা, প্রবীণ আলেমেদ্বীন, শায়খুল হাদিস মুহাম্মদ আলী ছিদ্দিকী (মাঃ জিঃ আঃ)। মুখ্য আলোচক ছিলেন মাদ্রাসার নবাগত সুপার মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম কাদেরি।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা হামিদ হাসান কাদেরি। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আবু ছৈয়দ, শিক্ষিকা মন্ডলি সাজেদা শান্তা, নুর নাহার, হাজেরা বিবি, সিফাতুন সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের প্রিয় নতুন পুরাতন ছাত্র-ছাত্রী। ছবক অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্র/ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসতে হবে। মেধাবী ছাত্র ছাত্রীরা নিয়মিত মাদ্রাসা আসলে আশা করি ফলাফল ভালো হবে। ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। সৃজনশীল ও কারিগরী শিক্ষার উপর জোর দিতে হবে। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। মেধাবী ছাত্র-ছাত্রীরা এখন মাদ্সার শিক্ষার দিকে ঝুঁকছে, আগে এটা ছিলো না। কারণ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এখন ভালো করছে। পরিশেষে মিলাদ কিয়াম ও দেশ ও জাতির কল্যাণে আখেরি মুনাজাত এবং তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ