মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই
মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই
চান্দগাঁও থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীতে ১২ জানুয়ারি, বুধবার রাতে চান্দগাঁওয়ে শেরে বাংলা কর্তৃক আয়োজিত দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ২০২১-২০২২ ফাইনাল খেলা আলহাজ্ব ওসমান গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে আওমী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু বলেন, দিনে দিনে সাকিব আল হাসান, মাশরাফি কিংবা মোস্তাফিজুর রহমান হওয়া যায় না। এই যে মোস্তফিজ কিন্তু পাড়া-মহল্লা থেকে উঠে আসা একজন ক্রিকেটার। এরকম আরও অনেকে আছেন যারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে জাতীয় লীগে জায়গা করে নিয়েছেন। পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার মাধ্যমে একদিন বড় খেলোয়াড় হওয়া যায়। এছাড়া খেলাধুলা মাদকসহ যেকোনো খারাপ কাজ থেকে দূরে রাখে। তিনি বলেন, খেলাধুলা শুধু খেলোয়াড় তৈরি করে না, দক্ষ দেশপ্রেমিক হিসেবেও তৈরি করে। জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল ছাত্র যখন, তখন ছুটি পেলে নড়াইলে ফুফুর বাড়ি যেতেন। তখন কিশোর মুজিব সময় পেলেই ফুটবল খেলতেন। গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতেন তিনি। খেলতেন ভলিবল আর হাডুডু। ছিলেন মিশন স্কুলের ফুটবল অধিনায়কও।
তিনি আরও বলেন এই স্কুলের হয়ে বাবা লুৎফর রহমানের অফিসার্স ক্লাবের বিপক্ষে খেলেছেন বেশ কিছু ফুটবল ম্যাচ, যা উপভোগ করতেন উৎসুক জনগণ। এমন প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য ভালো খেলোয়াড়দের মিশন স্কুলে বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। খেলতে যেতেন বিভিন্ন শিল্ড টুর্নামেন্টে। গোপালগঞ্জ আসার আগে টুঙ্গিপাড়ায় ভালো হাডুডু খেলোয়াড় হিসেবে পরিচিতি ছিল শেখ মুজিবুর রহমানের। উক্ত ফাইনাল খেলায় আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ ছাত্র সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দিন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরফাত কচি, মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নূরুন নবী সাহেদ, বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল প্রমুখ। ফাইনাল রাউন্ডে এ কে ফান্ডিশন ও তোফিল টু এইট খেলা শুরু হয় । তফিল টু এইটকে হারিয়া এ কে ফান্ডিশন জয় হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নুর মোহামদ সান, সাজ্জাদ ইসলাম, দিদারুল ইসলাম শাহিন,সোহেল তালুকদার, মো হানিফ , জাহিদুল ইসলাম জাহিদ, জিয়াউল হক জিয়া, আবু বক্কর সিদ্দিক, সাগর দাশ, মো. তারেক, খেলা কমিটির ইশতিয়াক গণি ইফতি, হান্নান হোসেন বাবলু, আসিফ চৌধুরী, আব্দুল কাদের ইমন, আবিদ হোসেন ফাহি, কাজী তফসীর, গালিফ, রোহান প্রমুখ।