চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন
চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডে দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪জানুয়ারী, শুক্রবার দুপুরে সিডিএর বালির মাঠে সম্পন্ন হয়েছে। দুপুরে শুরু হওয়া খেলায় ৮উইকেটে বন্দরটিলা নয়ারহাট ক্রীড়া সংস্থা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি সংসদ। চ্যাম্পিয়ন কাশেম স্মৃতি ট্রফিসহ ১৫হাজার এবং রানার্স আপ-নয়ারহাট ক্রীড়া সংস্থা কে ট্রফি ও ১০হাজার টাকা প্রদান করে। ম্যাচে কাশেম স্মৃতির সৈকত ব্যক্তিগত ৫০ রান ও উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। আর টুর্নামেন্টের সেরা পুরস্কার লাভ করেন জয়ী দলের ইরফান, সেরা বোলার হন-ফয়সাল এবং ফেয়ার প্লে ট্রপি জিতেন নয়ারহাট ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিজেড থানা আঃলীগের আহবায়ক হাজী মোঃ হারুন উর রশিদ, উদ্বোধক অতিথি–ক্রীড়া ও শিক্ষা সংগঠক হাজী আক্কাস সওদাগর খেলার শুরুর পূর্বে খেলোয়ারদের সাথে পরিচিত হয়ে ম্যাচের উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন-৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য জিয়াউল হক সুমন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ আরফানের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হকের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথি-সাবেক কমিশনার হাজী আসলাম, সাবেক ক্রীড়াবিদ ও রাজনৈতিক মো: সেলিম রেজা, হাজী আব্দুর রউফ, ডাঃ আনোয়ার হোসেন, ইফতেকারুল আলম, নুরুল আমিন সোহেল, ক্রীড়া সংগঠক আকতার হোসেন, এম.এ হালিম, ছাত্রনেতা-ইকবাল হোসেন নয়ন, সাবেক ক্রীড়াবিদ আনোয়ার হোসেন বেলাল, সংগঠক মোঃ মাসুদ রানা, ক্রীড়া সংগঠক বাবুল হোসেন বাবলা। এসময় আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য অভিরাম, ফয়সাল, জুয়েল, সানি, ইকবাল, সাজ্জাদ এবং ফাইনাল ম্যাচ পরিচালনা করেন-আম্পায়ার সাইদ মুরাদ, মনিরুল ইসলাম মানিক ও ৩য় আম্পায়ার মোঃ আজিম।পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি কাউন্সিলর সুমন বলেন, অত্র অঞ্চলে বিসিবি একাডেমীর জন্য মাঠ বরাদ্ধ পেলে সেখানে আমরা এলাকার যুব-তরুণদের অনুশীলনীর কথা কর্তৃপক্ষ কে অবগত করব এবং মাঠ বরাদ্ধের চেষ্টা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পুরো এলাকার ছাত্র-ছাত্রী, উদিয়মান খেলোয়ারদের খেলার সুযোগ করে দিয়ে সুষ্ঠ বিনোদনের উদ্যোগ থাকবে। তার জন্য সবার ঐক্যবদ্ধ ক্রীড়াশৈলী আচরণ কামনা করছি। শেষে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ৩৯নং ওয়ার্ডের সাবেক আঃলীগ সাঃসম্পাদক ও প্রয়াত হাজী শফিউল আলম কে মরনোত্তর সংগঠক পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।