জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে গহীন বন থেকে এক ব্যক্তি কে উদ্ধার করে পুলিশ
জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে গহীন বন থেকে এক ব্যক্তি কে উদ্ধার করে পুলিশ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
পুলিশের তৎপরতায় মামুন চৌধুরী (৫০) নামের এক ব্যক্তিকে ফটিকছড়ির ভুজপুর থানার পাহাড়ের টিলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪জানুয়ারী) দুপুরে দাওয়াত খেয়ে হাটতে বের হয়েছিলেন মোঃ মামুন চৌধুরী, হাটতে হাটতে একসময় গহীন বনে হারিয়ে যান তিনি। এরপর আর ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না।পরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করলে পুলিশ গিয়েঐ ব্যক্তিকে উদ্ধার করে। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামুন চৌধুরীর বাড়ি ঐ ইউনিয়নের উত্তর রহমত নগর গ্রামে। মামুন চৌধুরী জানান, গতকাল দুপুরে তিনি বারৈয়ারঢালা বন বিভাগের বিট কার্যালয় এলাকায় একটি বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছিলেন।
তিনি ডায়াবেটিসের রোগী। দুপুরে বেশি খেয়ে ফেলায় ভেবেছিলেন হেটে ফটিকছড়ি যাবেন। সেখান থেকে বাসে করে বাড়ী ফিরবেন।দুপুরের পর তিনি হাটতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোককে ফটিকছড়ি যাওয়ার পথ জিজ্ঞেস করলে তারা ভুল পথ দেখিয়ে দেন।হাটতে হাটতে সন্ধ্যায় অনেক দূর যাওয়ার পর বুঝতে পারেন, তিনি পথ হারিয়ে ফেলেছেন। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। তখন তিনি ৯৯৯–এ কল দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশের দুটি দল মামুন চৌধুরীকে উদ্ধারে নামে। প্রথম দিকে তিনি নেটওয়ার্কের বাইরে থাকায় উদ্ধারে পুলিশের বেগ পেতে হয়েছে। পরে নেটওয়ার্ক সংযোগ আসার পর স্থানীয় কাঠুরিয়াদের সাহায্য নিয়ে রাত ১০টার সময় পুলিশের একটি দল ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন এলাকায় পাহাড়ের টিলা থেকে তাকে উদ্ধার করে।