সোনালী ভোর
প্রদীপ দত্ত
কি ভীষণ উত্তাপ জ্বরে পুড়ে যাচ্ছে পৃথিবী।
রক্তাক্ত ঠোঁট শুকিয়ে একসার।
বিন্দু বিন্দু ঘাম জমছে কপালগুলোতে।অক্সিজেনের অভাবে বেকে যাচ্ছে ঠোঁট। শ্বাসহারা, নীল হয়ে ফুলে উঠছে চিবুক।
মুখে মুখোস পরা আজকাল বাধ্যতামূলক
পৃথিবীবাসী আজ বড় ক্লান্ত,প্রহর গুনছে মুক্তির এ বিভৎস মৃত্যুর পাহাড় পার হয়ে আবার একদিন মুক্তি পাবে মানব সভ্যতা।
জিব্রাইলের সিঙগায় ফুঁ দেবার আগেই ঝরে
পড়ছে হাজার হাজার স্বপ্ন ঝড়ে ঝরে পড়া
পাতার মত।
মৃত্যু যেন গুটিগুটি পায়ে হেঁটে বেড়ায় আজকাল
কোলাহলে,বাজারে,সিনেমা হলে,মার্কেটে, পার্কে।
আজকাল সব শুনশান মৃত্যু নগরী হয়ে গেছে
জীবন যাপন। রাতভর হুল্লোড় করে চাঁদ দেখা হয়না।
ভোর রাতে কাতর স্বরে ডেকে ওঠে রাতচরা।
বিষন্ন এক একটি রাতের শেষে ভোর নামে
শুরু হয় ভোরের প্রার্থনা,ফিরে চাই সেই সোনালী ভোর যে সব ভোরে ফুটে উঠবে ভোরের ফুল।

১২-০৬-২১

নিউজটি শেয়ার করুনঃ