আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পতেঙ্গাবাসীর মানববন্ধন
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
পতেঙ্গা আউটার রিং রোডে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের প্রতিবাদে ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন পতেঙ্গাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭জানুয়ারী সোমবার বিকেলে শতাধিক স্থানীয় জনতার উপস্থিতিতে মানববন্ধনে মাওলানা সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, পতেঙ্গা থানা আঃলীগ নেতা মোঃ ফরিদুল আলম (ফরিদ), মো: দিদার আলম, মোঃ জাবেদুল ইসলাম শিপন, মো: আজাদ হোসেন (আজাদ চৌধুরী), মোঃ নাছির মাহমুদ, মোঃজাসেদ হোসেন, মোঃ জাবেদ হোসেন, মো. রনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পতেঙ্গা আউটার রিং রোডটি বর্তমানে মৃত্যুপুরী সড়কে পরিণত হয়েছে। প্রতিনিয়ন সড়ক দুর্ঘটনার কারণে সড়কটিতে এখন আতঙ্ক বিরাজ করছে। এই সড়কে আলোর ব্যবস্থা না থাকায়, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্পিডব্রেকার না থাকাতে, ওভারটেকিং, মোটরবাইকের রেইস, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতার কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে। বক্তারা এসকল অব্যবস্থাপনা রোধে আউটার রিং রোডে ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারসহ পর্যাপ্ত ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট শাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে ফরিদুল আলম বলেন, দুর্ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে বিকেলে ও রাতে। আর এসব দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের মধ্যে ট্রাক-কাভার্ডভ্যান-লরি, প্রাইম মুভার, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের দৌরাত্ম্য। তাই ঝড়োগতিতে চলাচল করা এসব গাড়ি প্রতিরোধে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি জরুরি।

নিউজটি শেয়ার করুনঃ