“শীতে উষ্ণতা-২০২২” সম্পন্ন করল “ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ”
হোসেন মিন্টুঃ
“আত্ম মানবাতার কল্যাণে আমরা” স্লোগানকে ধারণ করে “ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ” নামের সংগঠনটি প্রতিবছরের ধারাবাহিকতায় এইবারও সমাপ্ত করল মিশন “শীতে উষ্ণতা” কর্মসূচি। এই কার্যক্রমটি ২টি পর্বে মোট ৩ টি অনাথ আশ্রম ও ৩ টি ত্রিপুরা পল্লীতে অনুষ্ঠিত হয়। ২য় পর্বটিতে শুক্রবার মিরসরাই উপজেলার “নিশ্চিন্তাপুর ত্রিপুরা পাড়া”, সীতাকুন্ড উপজেলার “ছোট কুমিরা ত্রিপুরা পাড়া”, “সোনাইছড়ি ত্রিপুরা পাড়া” এলাকাতে প্রায় দুই শতাধিক দরিদ্র ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন-“আমরা সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সবাই নিজ উদ্যেগে ও সংগঠন কেন্দ্রীক ভাবে কিছু সহযোগীতায় কথা চিন্তা ভাবনা পোষণ করলে এইসব পিছিয়ে থাকা জনগোষ্ঠী কিছুটা হলেও উপকৃত হবে। তিনি “ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ এর কার্যক্রম দেখে এবং অন্যান্য কার্যক্রম সমূহ শুনে আনন্দিত হন ও প্রশংসা করেন এবং তিনি সর্বদা এই সংগঠনের সাথে থাকার আশা ব্যক্ত করেন।” কর্মসূচির আহবায়ক সৌরভ ধর’র সভাপতিত্বে ও নয়ন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নিশান দাশ গুপ্ত, প্রসেনজিৎ দাশ, সুয়েল বণিক সৌরভ, প্রিয়োতম ধর সাজু, অনিন্দ্য চৌধুরী ও প্রমুখ।

উল্লেখ্যঃ বিগত ০৮ জানুয়ারি ২০২২ উক্ত সংগঠনের ব্যবস্থাপনায় মিশন “শীতে উষ্ণতা-২০২২” ১ম পর্ব খাগড়াছড়ি পার্বত্য জেলার তিনটি অনাথ আশ্রম যথাক্রমে “বিবেকানন্দ স্টুডেন্টস্ হোম ও শ্রী মা সারদা দেবী ছাত্রীনিবাস”, “চম্পাঘাট শিশু সদন”, “বিয়ারৗং অনাথ আশ্রম”-এ অনুষ্ঠিত হয়। প্রবীর বিশ্বাস বাপ্পা’র সভাপতিত্বে ও নিশান দাশ গুপ্ত এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-প্রকৌশলী জুয়েল সিংহ এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সি.এম.পি সার্জেন্ট শান্তময় দাশ, জয় ত্রিপুরা ও প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ