সীতাকুণ্ডে এক নারীকে গণধর্ষণের পর হত্যার দায়ে এক আসামীকে ফাঁসির আদেশ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ধর্ষণের পর এক নারীকে হত্যার দায়ে জসীম উদ্দীন বাপ্পি(৫০) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার(২০জানুয়ারী) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ আদেশ দেন। আসামী বাপ্পি এসময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় শারমিন আক্তার নামের এক নারীকে ৫ জনে মিলে গণ ধর্ষণ করে। আসামীদের চিনে ফেলায় ধর্ষণের পর শারমিন আক্তারকে জসীম উদ্দীন বাপ্পি ছুরি দিয়ে হত্যা করে। এর একদিন পর পাহাড়ে শারমিনের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে শারমিনকে ধর্ষণ করে হত্যা করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ৩০ মার্চ অজ্ঞাত আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন ভিকটিমের স্বজন ইয়াসমিন আক্তার। তদন্ত শেষে পুলিশ আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার বিচার চলার সময় জেলে মারা যান আব্দুল মোতালেব ও সরোয়ার আলম নামের দুই আসামী। অন্য দুই আসামী আইয়ুব খান ও শরীফ উদ্দীনকে খালাস দেওয়া হয়। মোট ১৯ সাক্ষীর মধ্যে আদালত ১৭ জনের সাক্ষী গ্রহণ শেষে জসীম উদ্দীন বাপ্পিকে ফাঁসির রায় প্রদান করেন বিচারক।এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর পিপি নিখিল কুমার নাথ।

নিউজটি শেয়ার করুনঃ