সীতাকুণ্ডে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় জরিমানা
আবদুল মামুন,সীতাকুণ্ডে উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০জানুয়ারী) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাব এর সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ