চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় ৮ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার তিন
প্রকাশঃ ২২ জানুয়ারি ২০২২ | ৪:৪৫
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় ৮ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার তিন
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার খেজুরতলা এলাকা থেকে ২০জানুয়ারী আনুমানিক সময় রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থানা পুলিশের অভিযানে ১টি চোরাই অপো এ্যান্ড্রয়েড মোবাইল সহ মোঃ রিপনকে গ্রেফতার করে। পূর্বের রাত্রে জনৈক ব্যক্তি মুন বেকারী গলিতে একটি বাসাবাড়ীতে চুরির অভিযোগে একটি জিডি করেন, যার নং নং-৯৪২, তারিখ-২০/০১/২০২২।
এর সূত্র ধরে পতেঙ্গা মডেল থানার ওসির নির্দেশ ক্রমে ২০জানুয়ারী রাতে আরও ০৭ টি চোরাই মোবাইল সহ মোঃ ইমন হোসেন কাউসার (২১) ও মোঃ রাসেল প্রঃ আপেল (২৩) কে আটক করা হয়। এব্যাপারে নিয়মিত চোরীর মামলা দায়ের করে তাদের কে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সিএমপির দপ্তর সূত্র জানান।