মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও ব্রাইট একাডেমি চ্যাম্পিয়ন
ক্রীড়া ডেস্কঃ
মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর সিনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমি ও অনুর্ধ-১২ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট একাডেমি। সিনিয়র টুর্নামেন্টের ফাইনালে ব্রাইট ক্রিকেট একাডেমি ৪রানে চিটাগাং পোর্ট ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে অনুর্ধ-১২ টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৩৩রানে কোয়ালিটি স্পোর্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

চট্টগ্রাম ২২ জানুয়ারি শনিবার বিকালে এম এ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিসিবি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ব্রাদার্স ক্রিকেট একাডেমির নির্বাহি পরিচালক ও বিসিবি’র বিভাগীয় কোচ মোমিনুল হকের সভাপতিত্ব ও ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম’র পরিচালক ওয়াহিদুল আলম শিমুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহি সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, আবদুল হান্নান আকবর, জিএম হাসান, মো. শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ