সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট মুজিববর্ষ ১ম বিভাগক্রিকেট লীগ ২২ উদ্বোধন
সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট মুজিববর্ষ ১ম বিভাগক্রিকেট লীগ ২২ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লি: এরআর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২ অদ্য ২৩ জানুয়ারী ২০২২ সকালে চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্সসিমেন্ট লি: এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো: শহিদুল ইসলাম।সিজেকেএস সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, ফারুক জামান, রায়হান উদ্দিন রুবেল, আব্দুর রশিদ লোকমান, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উদ্বোধনী দিনের ১ম খেলায় শতদল ক্লাব ৪৪ রানে বাংলাদেশ রেলওয়ে এস এ কে পরাজিত করে। দিনের ২য় খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৮ উইকেটে নিমতলা লায়ন্স ক্লাব কে পরাজিত করেছে।শতদল ও আগ্রাবাদ নওজোয়ান উভয়ে নিজ নিজ খেলায় জিতে শুভ সূচনা করেছে।