পুলিশ সেবা সপ্তাহ-২০২২ সিএমপির ৭সদস্য পেল মর্যাদাপুর্ন পদক
পুলিশ সেবা সপ্তাহ-২০২২ সিএমপির ৭সদস্য পেল মর্যাদাপুর্ন পদক
মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ কর্মকর্তাসহ বর্তমান ও সাবেক সাত সদস্য সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ পুলিশের মর্যাদাপুর্ন পিপিএম, বিপিএম পদক পেয়েছেন। ২০২০-২১ সালের এ পুরস্কার প্রাপ্তদের মধ্যে আছেন সিএমপির দুই উপ-কমিশনার মো. আমির জাফর ও এস এম মোস্তাইন হোসাইন। এছাড়া সিএমপির বর্তমান ও সাবেক দুইজন অতিরিক্ত উপ-কমিশনার, একজন পরিদর্শক এবং দুইজন কনস্টেবলের নামও আছে পদকপ্রাপ্তদের তালিকায়।
রবিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে সিএমপির কৃতী পুলিশ সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিএমপি সূত্রে জানা যায়, ২০২০ ও ২০২১ সালে সাহসিকতা ও গুরুত্বপুর্ন কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়েছে। সিএমপির উপ-কমিশনার (সদর) মো. আমির জাফর ২০২০ সালের কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিপিএম-সেবা পদক। সিএমপির উপ-কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) এস এম মোস্তাইন হোসাইন (বিপিএম) ২০২১ সালের কাজের জন্য পেয়েছেন বিপিএম-সেবা পদক। সিএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (বর্তমানে চাঁদপুর সদর সার্কেলে দায়িত্বরত) আসিফ মহিউদ্দীন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বর্তমান অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা ২০২০ সালে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পিপিএম পদক। সিএমপির আকবর শাহ থানার পরিদর্শক (ওসি) মো. জহির হোসেন পিপিএম-সেবা পদক পেয়েছেন ২০২০ সালের কাজের জন্য।এছাড়া সিএমপির বন্দর বিভাগের কনস্টেবল মো. শওকত হোসেনকে পিপিএম-সেবা ও ট্রাফিক উত্তরের সাবেক কনস্টেবল মরহুম মো.মনিরুল ইসলামকে বিপিএম পদকের জন্য মনোনীত করা হয়। উল্লেখ্যঃ ‘পুলিশ সপ্তাহ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের হাতে রবিবার এ পদক তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।