সীতাকুণ্ডে সরকারী খামার থেকে রসিদ ছাড়া হাঁস-মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারী খামার থেকে রসিদ ছাড়া হাঁস-মুরগির বাচ্চা ও ডিম নিয়ে যাওয়ার অভিযোগে এক খামারী ও বাচ্চা বহনকারী সরকারী গাড়ী আটকে দিয়েছে এলাকাবাসী। রবিবার (২৩জানুয়ারী) বিকালে উপজেলার সরকারী হাস-মুরগি খামারের পাশ্ববর্তী সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে খামার থেকে রসিদ এনে দেখালে আধাঘন্টা পর এলাকাবাসী বাচ্চাসহ গাড়ীটি ছেড়ে দেন।

স্থানীয়রা জানান, বিনা রসিদে সরকারী গাড়ীতে করে প্রায় সময় মুরগির বাচ্চা ও ডিম বিক্রি করে থাকেন খামারের উপ-পরিচালক ডাঃ আতিয়ার রহমান। কিন্তু স্থানীয় লোকজন ডিম ও মুরগির জন্য গেলে নাই বলে সবসময় তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে এলাকাবাসীর ক্ষোভ জন্মাতে থাকে। রবিবার চট্টগ্রামের পাহাড়তলী হ্যাচারী থেকে সীতাকুণ্ডের হ্যাচারীতে ৫ হাজার একদিনের বাচ্চা আসে।খামারের উপ-পরিচালক অর্ধেক বাচ্চা ও ২০০ডিম এক খামারীর কাছে বিক্রি করে দেন যা পাহাড়তলী থেকে বাচ্চা নিয়ে আসা সরকারী গাড়ী করে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী ঐ খামারীর কাছে রসিদ আছে কিনা জানতে চাইলে তিনি রসিদ দেখাতে ব্যর্থ হয়। এ সময় তাকে কখনো রসিদ দেওয়া হয়না বলে জানান তিনি। পরবর্তীতে খামার থেকে রসিদ নিয়ে আসেন তিনি। তবে এই বিষয়ে জানতে চাইলে খামারের উপ-পরিচালক ডাঃ আতিয়ার রহমান বলেন, রসিদ ছাড়া আমরা কোন বাচ্চা ও ডিম বিক্রি করিনা। উক্ত খামারীকেও রসিদ দেওয়া হয়েছিল। তবে তিনি তাড়াহুড়োতে রসিদ না নিয়েই চলে যান। আমরা রসিদ দিয়েছি খামারী না নিলে আমরা কি করতে পারি?

নিউজটি শেয়ার করুনঃ