সীতাকুণ্ডে ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আবদুল মামুন, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে কেক কেটে ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫জানুয়ারী) সকালে সামাজিক স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত এ সংগঠনটির ২০ বছর পূর্তি ও ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে সকাল ১১ঘটিকায় সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা দীপক চৌধুরীর বাসভবনের অডোটরিয়ামে শপথ গ্রহণ ও আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীপক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মার্শেল কবির পান্নু। প্রধান বক্তা হিসেবে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন। সার্বিক পরিচালনায় ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার নির্বাহী আহ্বায়ক মোঃ রবিউল হোসেন চৌধুরী এবং সঞ্চানালয়ে ছিলেন সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম, শামিমা আক্তার লাভলী, কামরুন্নাহার নীলু, মুজিবুর রহমান, নুরুল গনি, জামাল উদ্দীন, নুরুল আলম, জোবায়ের চৌধুরী লাতু, মোঃ ইকবাল, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, নোয়া মিয়া কন্ট্রাক্টর, শিটন দাশ, দিদারুল আলম, রফিকুল ইসলাম চাকলাদার, মোরশেদ আলমসহ প্রমুখ। শপথে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এটিকে শুধুমাত্র মুখে ধারণ করলে জাতিরজনকের আত্মার সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে।বঙ্গবন্ধুর আদর্শে হৃদয়ে লালন করতে হবে-অন্তরে ধারণ করতে হবে বাস্তবে রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস ও আস্থাকে সুদৃঢ় ও বলিষ্ঠ করতে হবে।সকল লোভ লালসা নীতিহীনতা-চরিত্রহীনতা-সন্ত্রাস নৈরাজ্য জুলুম নির্যাতনের বিপরীতে গণ মানুষের কল্যাণে শতভাগ নিবেদিত প্রান হতে হবে। শপথ ও আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি দীপক চৌধুরী।

নিউজটি শেয়ার করুনঃ