মহানগর আওয়ামীলীগের রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের রিভিউ কমিটির সভা গতকাল (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে ফিরিঙ্গী বাজারস্থ নগর আঃলীগের সহ সভাপতি এম. জহিরুল আলম দোভাষের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মহানগরের আওতায় ২৩ থেকে ৪৩নং ওয়ার্ডের নেতাদের সাথে সন্ধ্যা ৭টায় শুরু হয়ে এই বৈঠক চলে রাত ১০ টা পর্যন্ত। রাতে ভোজসভায় খাবার গ্রহনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়েছে সভায় নগরীর ১৫ থানায় গঠিত সাংগঠনিক তদারকি কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য ওয়ার্ডের নেতাদেরকে নির্দেশ দিয়েছেন রিভিউ কমিটির নেতারা। ওয়ার্ডের নেতারা যদি সহযোগিতা করেন তাহলে থানা ও ওয়ার্ড সম্মেলন করা সহজ হবে।

বৈঠকে উপস্থিত নেতাদের কাছ থেকে জানা গেছে, চলমান ইউনিট সম্মেলন শেষ হলে থানা সম্মেলনের কার্যক্রম শুরুর ব্যাপারে আলোচনা হয়েছে। নগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটি-নগরীর ১৫ থানায় নবগঠিত তদারকি কমিটির আহবায়কদের সাথে বসে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নগর আওয়ামীলীগের রিভিউ কমিটির সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার রাতে দামপাড়াস্থ মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে ওয়ার্ড নেতাদের সাথে রিভিউ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্যঃ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটির সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর ১৫টি থানায় ১৫টি সংগঠনিক তদারকি কমিটি গঠন করা হয়েছে। নগর আওয়ামীলীগের একজন শীর্ষ নেতাকে আহবায়ক করে ১৫টি থানায় এই তদারকী কমিটি গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ১৫ থানার আহবায়কদের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যরাও সদস্য হিসেবে থাকবেন। অবশিষ্ট ৩ সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে নগর আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ