সীতাকুণ্ডে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সমুদ্রে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ২জন নৌপুলিশ জেলেদের হাতে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১জানুয়ারী) সন্ধ্যায় সমমুদ্র উপকূলে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো-নৌ পুলিশের কনস্টেবল অনিক বড়ুয়া ও তিলক পাল। এদের মধ্যে অনিক বড়ুয়ার হাত ভেঙে গেছে।

জেলেদের কাছে অবৈধ কারেন্ট জাল রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করে নৌ পুলিশ। এসময় কয়েকজন জেলে পুলিশের উপর হামলা করে। বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ সদরঘাট থানার ওসি মোঃ নাজিম উদ্দীন বলেন, সোমবার দুপুর সাগরে অবৈধ চরঘেরা, চায়না দুয়ারি ও বেহুন্দি জাল বসিয়ে মাছ ধরচ্ছিলো জেলেরা।যা সরকারিভাবে অবৈধ। এসব জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রেনু ও পোনা মারা যায়। অভিযানে উদ্ধার করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় কিছু জেলে পুলিশের উপর হামলা করলে ২জন পুলিশ আহত হয়। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ