সীতাকুণ্ডের কবির স্টিলে লোহার আঘাতে শিপইয়ার্ডের শ্রমিক নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপইয়ার্ডে কাজ করার সময় পুরনো জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শীতলপুর এলাকার কবির স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার (১ফেব্রুয়ারী) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আরিফুল ইসলাম সুজন(২৬)। তার বাড়ি উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ফুলতল এলাকার মৃত রুহুল আমিনের পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, রাতে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ডের উপকূলজুড়ে গড়ে ওঠা জাহাজ ভাঙার কারখানাগুলোতে অনিরাপদ পরিবেশে কাজের অভিযোগ বহু দিনের। বিভিন্ন সময়ে হওয়া দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা যায়। আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেন।
চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের হিসেবে, ২০১৯ সালে এসব ইয়ার্ডে ২৩ জন, ২০২০ সালে ১০ জন এবং ২০২১ সালে ১৩ জন শ্রমিক নিহত হন।

নিউজটি শেয়ার করুনঃ