রেলভবন চট্টগ্রাম সংলগ্ন এলাকায় মন্দির নির্মাণের জোর দাবি
হোসেন মিন্টুঃ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে পূজা উদ্যাপন ও কল্যাণ পরিষদ, সিআরবি, চট্টগ্রাম এর উদ্যোগে ৫ই ফেব্রুয়ারি ২০২২ রেলওয়ে অফিসার্স ক্লাব, পলোগ্রাউন্ড, চট্টগ্রামে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপিত হয়। উক্ত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা শেষে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ, আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম হালিশহরস্থ আরটিএ/রেক্টর শ্রীযুক্ত মিহির কান্তি গুহ বলেন-বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এই পূজা সেই বন্ধনকে আরো দৃঢ় করবে” যা দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। যে কোন ধর্মীয় উৎসব মানব চেতনা নির্মাণের সহায়ক। সরস্বতি পূজা এর ব্যতিক্রম নয়। আমার বিশ্বাস এই পূজার মধ্য দিয়ে সেই লক্ষ্য অর্জিত হবে। সংগঠনের ও অনুষ্ঠানের সভাপতি বাবুল কান্তি চক্রর্ত্তী বলেন, কেন্দ্রীয় রেলভবন, চট্টগ্রাম সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বী কর্মরত সম্মানীত কর্মকর্তা কর্মচারীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য প্রতি বছর এই দিনে বার বার দাবি করা সত্বেও আজ পর্যন্ত কোন মন্দির নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক তাদের সনাতনী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মন্দিরের জমি বরাদ্দ, মন্দির নির্মাণ ও পুরোহিত নিয়োগ প্রদান করেছেন। তাই আমরাও কেন্দ্রীয় রেলভবন, চট্টগ্রাম সংলগ্ন এলাকায় অনুরূপভাবে স্থান নির্মাণসহ মন্দির নির্মাণের জোর দাবি জানাচ্ছি। অরুণ কুমার ভদ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিষ কুমার চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষণ চন্দ্র বাচ্চু, কার্যকরী সভাপতি তাপস চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক শান্তুনু দাশ। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ সিরাজুল ইসলাম রাজু, মোঃ মনসুর রহমান, শেখ লোকমান হোসেন, গোলাম রসূল, অরুণ কুমার দাশ, নুর মোহাম্মদ হরেন্দ্র কুমার নাথ, সাফিউল আলম, মোঃ মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুস, নারায়ন চন্দ্র দাশ সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক আজাদীর সিনিয়র স্টাফ রির্পোটার ঋতিক নয়ন ও ফটো সংবাদিক অনুপম বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণনিকা নৈবেদ্য প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মোড়ক উম্মোচন করেন।

নিউজটি শেয়ার করুনঃ