বেপরোয়া আমি—প্রদীপ দত্ত
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৫৬
বেপরোয়া আমি
প্রদীপ দত্ত
ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা কর…
তখনও আমি এমনই ছিলাম।কালাপানিতে বিসর্জনের ভয় দেখিয়ে দিয়েছো বিসর্জন আমায়, আমিতো
মাটির প্রতিমা নই,আমি জাগতিক পুরুষ।
আমি আছি বিসর্জনে
আমি আছি কালাপানিতে
আমি আছি কোর্ট মার্শালে।
আমি আছি বার বার
বিভাগীয় তদন্তে।
আমি আছি অজানা দ্বীপে
আমি জঙ্গলে।
আমি মানবতার নদীতে
ছোট্ট তরী নিয়ে নামব সাগরে
জীবন যৌবন বাজি রেখে
অজানায় দেব পাড়ি।
আমি ভূমধ্যসাগরে
ভেসে চলেছি অজানায়
সাগরে সাগরে
ভূমধ্যসাগরে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা