সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের
মাধ্যমে জাতিকে আলোকিত করা সম্ভব
হোসেন মিন্টুঃ
আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, কীর্তিমানদের কেউ স্মরণ করুক আর নাই করুক। তাদের রেখে যাওয়া কর্মই তাঁদের বাঁচিয়ে রাখে। সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আরো সফল ও কীর্তিমান ব্যক্তির জন্ম হয়। মরহুম আলহাজ্ব মুহাম্মদ নূরুল হক আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে খেদমতের মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছেন। সূফিবাদি অহিংস মতাদর্শের উপর সবসময় সবাইকে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন। তাই তাঁর স্মরণ করা আমাদের ঈমানী দায়িত্ব। একইভাবে স্মরণ করতে হবে, তাঁর হায়াতে জিন্দেগির আন্দোলনের ইতিহাস। তিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি। কর্ম ও অবদানের মাঝে তিনি সবসময় শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন। ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের আওতাধীন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ নূরুল হকের স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবু ছালেহ আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান আকর্ষণ ছিলেন মরহুম আলহাজ্ব মুহাম্মদ নূরুল হকের বড় ছেলে মাহমুদুল হক রাজিব। স্মরণ সভায় স্মৃতিচারণ করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রজভী, আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মহাসচিব মুহাম্মদ মিয়া জুনায়েদ, যুগ্ম মহাসচিব জাহিদুল হাসান রুবায়েত, মাওলানা কুতুবউদ্দিন শাহ্ নূরী, মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা আব্দুল কাদের রজভী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, মুহাম্মদ মাহফুজ, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, মাওলানা এনামুল হক কাদেরী, মাওলানা সিরাজুল মোস্তফা, মুহাম্মদ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ শফিক, মুহাম্মদ সরোয়ার, মাওলানা মুহাম্মদ আযিয, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সায়হান নূরী, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মিনহাজ নূরী, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ বরাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ