সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবক নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের(১৯) নিহত হয়েছে। শুক্রবার (১১ফেব্রুয়ারী) সকাল পৌনে ৯টার সময় উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে শেখ পাড়া এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় যুবকটি। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ খোরশেদ আলম জানান, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রেললাইন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকটি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে জানায় স্থানীয়রা। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুনঃ