কবি জীবনানন্দর জীবন

প্রদীপ দত্ত

সরস্বতী পূজা হয় পঞ্চমীতে ঠিক একসময়ে জন্ম হওয়ায় সরস্বতীর আশীর্বাদ পুরোপুরিই পেয়েছিলেন তিনি তাতে কোন সন্দেহ নেই কারণ সরস্বতী দেবীর আশীর্বাদে কবি হয় তিনি সেটা জানতেন।তাই তো তিনি লিখেছেন…
” যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ তাহার হইল মরিবার সাধ”
আমি শিহরিত হই যার কবিতায়
………………………………
১২২-তম জয়ন্তীতে প্রিয়তম কবি জীবনানন্দ দাশ স্মরণে, “প্রকৃতির পরিবেদনার চেয়ে বেশি প্রামাণিক তুমি…!”
“চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধ ধরণীর রুধির লিপিকা
জ্বলি ওঠে অন্তহারা আকাশের গৌর দীপলিখা!
বসুধার অশ্রু পাংশু, আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,
লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,
এই ধূলি,- ধূম্রগর্ভ বিস্তৃত আঁধার
ডুবে যায় নীলিমায়,- স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,
-শঙ্খশুভ্র মেঘপুঞ্জে, শুক্লাকাশে, নক্ষত্রের রাতে;
ভেঙে যায় কীটপ্রায় ধরণীর নিশীর্ণ নির্ম্মোক,
তোমার চকিতস্পর্শে হে অতন্দ্র দূর কল্পলোক!”
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ