সীতাকুণ্ডে পরিবেশ দূষণের অপরাধে দুইটি কারখানা বন্ধ করলো প্রশাসন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় পাহাড়ের পাদদেশে জায়গা ভাড়া নিয়ে কারখানা তৈরি করে পরিবেশ দূষণ করছেন এমন খবরে অভিযানে যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। অভিযানে গিয়ে দেখা যায়, বাড়বকুন্ডের পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা এসএস ইন্ডাষ্ট্রিজ নামের কারখানায় টায়ার পুড়িয়ে কালো তেল তৈরি করা হচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক ও শ্রমিকরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় কারখানায় থাকা তিনটি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানাটি বন্ধ করা হয়। তাছাড়া কারখানার জন্য জায়গাটি ভাড়া দেওয়ার অভিযোগে খায়রুল বসর চৌধুরী নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

একই দিনের পৃথক আরো একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উপজেলার ৯নং ভাটিয়ারি ইউনিয়নের কদম রসুলের লালব্যাগ এলাকার স্টার লুব নামের কারখানায় এ অভিযান পরিচালিত হয়। এতে দেখা যায় জাহাজ থেকে পুরাতন তেল সংগ্রহ করে তার সাথে কেমিক্যাল মিশিয়ে নকল মবিল তৈরি করা হচ্ছে। যা ব্যবহারে পরিবেশের ক্ষতি হয়। এ কারণে কারখানাটিও বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সর্বশেষ মোবাইল কোর্ট যায় বারো আউলিয়া পেট্রোল পাম্পে। প্রদত্ত জ্বালানি তেল সঠিক পরিমাণে দিচ্ছে কিনা-তা পরীক্ষা করতে গিয়ে এই প্রতিষ্ঠানের সবগুলো মেশিনের ওজন সঠিক থাকায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অভিযান শেষ হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্যে বিএসটিআই, চট্টগ্রামের দুইজন কর্মকর্তা, সীতাকুণ্ড মডেল থানার একটি দল ও উপজেলা প্রশাসনের একটি দল কে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ