সীতাকুণ্ডে খুন করে মৃতদেহ গুম করা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাঁচ বছর আগে খুন করে মৃতদেহ গুম করা মামলার প্রধান আসামী এবং নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল বাহার (৩৩) কে আটক করেছে র‌্যাব-৭চট্টগ্রাম। শনিবার (১৯ফেব্রুয়ারী) সকালে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী ইসমাইল বাহার উপজেলার ফৌজদারহাটের মোঃ মুছা মিয়ার ছেলে। র‌্যাব সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগষ্ট উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের অর্জুন চন্দ্র নাথ ভূষি কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে আসামী ঈসমাইল বাহারসহ চারজন দুস্কৃতিকারী তাকে সুলতানা মন্দির এলাকায় ঝুমপাড়া নামক স্থান হতে ধরে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে খুন করে তার মৃতদেহ গুম করার জন্য কুমিরাঘাট সুইচ গেইট শ্মশান খোলার পিছনে একটি খালের পানিতে মৃতদেহটি কে ভাসিয়ে দেয়। পরবর্তীতে ঐ বছরের ৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ উক্ত মৃতদেহ উদ্ধার করে।খুন ও মৃতদেহ গুমের ঘটনায় নিহতের স্ত্রী মনি রাণী নাথ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলাটি প্রথমে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তদন্ত করে এবং পরবর্তীতে মামলাটি সিআইডি, চট্টগ্রাম কর্তৃক তদন্ত করা হয়। সিআইডি এর তদন্তে ইসমাইল বাহার অর্জুন চন্দ্রনাথ হত্যাকান্ডের মূল আসামী হিসেবে শনাক্ত হয়। সিআইডির তদন্ত শেষে ঘটনাটিতে ইসমাইলসহ তার সহযোগী অপর চার জন আসামীর বিরুদ্ধে ২০১৭ সালেই সি/এস দাখিল করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে আসামী ইসমাইল বাহার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিয়োজিত হন। র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িতদের আটকের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত মামলার পলাতক ও অন্যতম প্রধান আসামী মোঃ ইসমাইল বাহার কুমিরা বাজারে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে অর্জুন চন্দ্রনাথকে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ