চট্টগ্রাম ভোক্তা অ‌ধিকার প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৬টি প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা
আরজুন নাহারঃ
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর ২৩-০২-২০২২ প‌রিচা‌লিত তদার‌কি কার্যক্রম। বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আজ ২৩/০২/২০২২ ‌চট্টগ্রাম মহানগরীর পানওয়ালা পাড়া ও বেপারী পাড়া কাঁচা বাজার এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ১১:০০টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৬টি প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার টাকা) প্রশাস‌নিক ব্যবস্থায় জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য দ্রব্যে অননুমোদিত রং ও কেমিকেল ব্যবহার, অপরিষ্কার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, চিংড়ী মাছে ক্ষতিকারক জেলীর ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের
দায়ে উক্ত জরিমানা করা হয়। ফুড ম্যাক্স বেকারী, পাওয়ালা পাড়, ডাবলমুরিং থানা, আগ্রাবাদকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ১৬,০০০/- এবং এক
জন ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্টানকে আরো ৪,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত এলাকায় অর্পিতা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩,০০০/-, মদিনা বেকারী এন্ড কনফেকশনারীকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ২০,০০০/- এবং হালিশহর রোড সংলগ্ন বেপারী পাড়া কাঁচা বাজারে একটি মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২,০০০/- এবং দুই জন চিংড়িমাছ বিক্রেতাকে ক্ষতিকর জেলী যুক্ত চিংড়ী বিক্রয়ের দায়ে যথাক্রমে ২০০০/- করে মোট ৪,০০০/ জরিমানা করা হয় এবং ক্ষতিকর জেলী যুক্ত চিংড়ী ধ্বংস করা হয়।এপিবিএন-৯- এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে।

নিউজটি শেয়ার করুনঃ