চসিক স্বাস্থ্য বিভাগ ও বন্দর ইপিআই জোনের টিকা কেন্দ্র পরিদর্শনে জিয়াউল হক সুমন
ইপিজেড থানা প্রতিনিধিঃ
গত ২২ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া চসিক স্বাস্থ্য বিভাগ ও বন্দর ইপিআই জোনের কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম আজ (২৪ফেব্রুয়ারী) বৃহস্পতিবার ৩য় দিনের কর্মসূচি বন্দরটিলাস্থ কাটাখালী আলীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য এবং টিকা কর্মসূচির আহবায়ক হাজী জিয়াউল হক সুমন।

বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, ইপিআইজোনের তত্ত্বাধানে ২৮/৩৬/ ৩৭/৩৮/ ৩৯/ ৪০/৪১নং ওয়ার্ডের সকল জনসাধারণকে ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিয়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করার দৃঢ় আহ্বান করেন। ইপিআই জোনের মেডিক্যাল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী এই বিশাল কর্মসূচিতে কাউন্সিলর ও চসিক স্বেচ্চাসেবক টিম, কাউন্সিলর পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কার্যক্রম আগামী ২৬ফেব্রুয়ারী বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়া জোনের আওতায় টিকার ২য় ডোজ ও বোস্টার ডোজ কার্যক্রম সর্বদা চালু রয়েছে। তবে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশ ক্রমে করোনার ১ম ডোজ আবারো চালু থাকলে তা প্রদান করা হতে পারে। অন্যতায় পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত প্রথম ডোজ ২৬ফেব্রুয়ারীর পর আর দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুনঃ