সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে আটকে যাওয়া একটি পরিত্যাক্ত জাহাজ কাটার অপরাধে ২৩লাখ টাকা জরিমানা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
অনুমোদিত উপায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে আটকে যাওয়া একটি পরিত্যক্ত জাহাজ কাটার কারণে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। গত বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানী শেষে এই আদেশ দেন পরিচালক মফিদুল ইসলাম। সমুদ্র উপকূলে দীর্ঘ ২৯ বছর ধরে আটকে থাকা একটি জাহাজ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট এবিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলে গত সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা।

পরিদর্শনের সময় জাহাজ কাটার বিষয়ে নানা অনিয়ম দেখতে পান তারা। এ সময় জাহাজের মালিক দাবি করা গিয়াস উদ্দিন, মাহবুব ও কামাল উদ্দিন নামের তিন ব্যক্তি ও ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিককে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়। যে ইয়ার্ডে জাহাজটি কাটা হচ্ছে সে ইয়ার্ডের লাইসেন্স নবায়ন না থাকায় জাহাজ কিভাবে কাটা হচ্ছে, কোন দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে ইত্যাদি নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম জানান, সঠিক পদ্ধতিতে জাহাজ না কাটার কারণে জাহাজের মালিকানা দাবি করা তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে নোটিশ দিলেও হাজির হননি ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক পক্ষের লোকজন। তাদের পুনরায় নোটিশ করা হবে। এরপরও হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক মফিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুনঃ