আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন দেশব্যাপী সমাদৃত হচ্ছে
আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন দেশব্যাপী সমাদৃত হচ্ছে
হোসেন মিন্টুঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি বলেন, বরেণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল কাশেম নূরীর দ্বীনি দায়িত্ববোধ ও মানবিক মমত্ববোধ দেখে আমরা অনুপ্রাণিত হই। তাঁর মতো উলামা মাশায়েখরা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দরবার ও খানকাহ থেকে এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে গেলে যৌতুক-মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে আমরা রেহাই পেতাম। তিনি আরো বলেন, আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন আজ দেশব্যাপী সমাদৃত হচ্ছে। ৪মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। আগামী ১২ মার্চ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ ময়দানে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশের সফলতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সংগঠনিক সচিব বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী, রজভীয়া নুরীয়া কমিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আমান উল্লাহ্ সহ সংগঠনের নেতৃবৃন্দ।