সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন এমপি দিদার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার কেশবপুর এবং ৯নং ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা, টিন এবং খাদ্য সহায়তায় দিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উওর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম। রবিবার(৬মার্চ) দুপুরে তিনি ২টি ইউনিয়নের অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে উক্ত সহায়তায় প্রদান করেন। এছাড়া উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দীনের পক্ষ থেকে ও কদমরসুল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ ৬৬ পরিবারের মাঝে হাঁড়ি-পাতিলসহ আসবাবপত্র বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাহাবুব আলম, ওয়ার্ড আঃলীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম, আঃলীগ নেতা আলহাজ্ব লেদু কন্ট্রাকটার, মোহাম্মদ ওসমান, ইউপি সদস্য রবিন চৌধুরী এবং ভাটিয়ারী খাদেমপাড়া এলাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দীন, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসীম, ইউপি সদস্য নেজাম উদ্দীন, কামরুল আলম, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি হাজ্বী মোঃ মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য রমজান আলী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, রাকিন, আরমান আমজাদ হোসেন বাবলু, রানা, আবু সাঈদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।উল্লেখ যে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলের কেশবপুর গ্রামের ৬৬ পরিবার এবং ৯নং ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামে ৮পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুনঃ