চট্টগ্রামে বেশী দামে তেল বেচার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বেশী দামে তেল বেচার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
মহানগর সংবাদদাতাঃ
নগরীর চাক্তাই ও জিইসি এলাকার চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল রবিবার (৬মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। চার প্রতিষ্ঠানের মধ্যে চাক্তাই এলাকার হাজি ইমাম শরীফ এন্ড ব্রাদার্স ও মেসার্স কাশেম এন্ড ব্রাদার্সকে তেল বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অননুমোদিত টেক্সটাইল রং বিক্রির দায়ে ১লাখ টাকা করে ২ লাখ টাকা, মেসার্স এসএস এন্টারপ্রাইজ তেলের ডিও বেচাকেনার যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারায় ৩০ হাজার টাকা এবং জিইসি এলাকার কিডজি’কে বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
সিএমপির সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।