৫লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
বিগত বছরের ২৭মে’২১ইং চারটি স্ট্যাম্পে ও বিজ্ঞ শালিসকারীর সমন্বয়ে সমাধান হওয়া একটি বিষয় কে সম্পূন্ন আড়াল করে দুই বোনের পক্ষ হয়ে নুরনাহার বেগম বিভিন্ন জায়গায় নজরুল ইসলামের নামে-বেনামে মিথ্যা অভিযোগ দিয়ে কোন কারন ছাড়াই ৫লাখ টাকা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা সন্তান দাবিকারী নুর নাহার বেগম নিজে ও তার ছেলে-স্বামী সহ দুষ্ঠ প্রকৃতির লোক দিয়ে নজরুল ইসলাম কে ফোনে ও প্রকাশ্যে হুমকি দেন যে, ৫লাখ টাকা না দিলে শাররীক মানষিক ক্ষতির কথা সবস্থানে বলে বেড়াচ্ছে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান মো: নজরুল ইসলাম নিজে কে জানে-প্রাণে ও ইজ্জত হারানোর ভয়ে পরিবার-পরিজন নিয়ে শহরের ভাড়া বাসায় অত্যন্ত কঠিন দিন যাপন করছেন। বীর মুক্তিযোদ্ধা (মরহুম মোঃ বাদশা মিয়া), মুক্তিবাতা নং -০২০৩০৫০-৫৯৫, গেজেট নং-১৮৮৬। বর্তমানে নজরুল ইসলাম ভূমিহীন অবস্থায় পিডিবির একজন(সরকারী) কর্মচারী হিসেবে ভাসমান নাগরিক হিসেবে কর্ম পেশা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঐ বোন নুর নাহার মায়ের মুক্তিযোদ্ধাভাতা থেকে টাকা দাবি করে নজরুলের পরবিার কে হেনস্থা করছে।

উল্রেখ্য যে, মায়ের মুক্তিযোদ্ধাভাতার বিপরীতে লোনকৃত টাকা এ্রখনো পরিশোধ করা হয়নি। এছাড়া তাহারা চারটি স্ট্যাম্পে ও বিজ্ঞ শালিসকারীর উপস্থিতিতে তৎকালীন গ্রহিত টাকা নিয়ে আর কোন দাবি-দাবা সহ উজর আপত্তি করবেন না বলে দায়িত্বরত চেয়ারম্যানের প্যাডে স্বহস্তে লিখিত ক্ষমতা-অর্পণ করেন। যার ভিডিও ফুটেজ রয়েছে। এমন পরিস্থিতিতে তারা দেশের প্রচলিত আইন-শালিশ ও স্থানীয় আদালাত সহ থানা কতৃপক্ষ কে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করছেন। গত ২/৩দিন পূর্বে এই বিষয়ে পিবিআই চট্টগ্রাম জেলা অফিসে এবং বিবাদী (নুর নাহারের) ঠিকানায় মিরসরাই পুলিশ টিম সত্যতা জান তে গেলে পিবিআই চট্টগ্রাম জেলা ও মিরসরাই পুলিশ টিমের সাথে খুবই অসৎ আচরন করছেন বলে মিরসরাই থানা সূত্রে জানান। বর্তমানে বিষয়টি পিবিআই চট্টগ্রাম জেলা অফিসে-১৭৯৪ নং (অভিযোগ তদন্ত) মূলে এবং বিজ্ঞ আদালতে সিআর মামলা নং২৬৪/২২(কোতোয়ালী) বিচারাধীন আছে বলে আদালত সূত্রে জানাই। তাদের সাথে কথা বলতে চাইলে তারা দেখে নেবার হুমকি দেন। কিছু কুচক্র- মহলের ইন্দনে ঐ নুর নাহার গংরা বার বার মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম কে চরম ভাবে বিপদগামী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সত্যিকার ভাবে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তান মোঃ নজরুল ইসলাম কে সার্বিক আইনী ভাবে সহায়তা দিতে দেশের বিজ্ঞ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রিয় কমিটি, থানার ওসি সহ সর্বমহল বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সঠিক সহায়তা দিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন নজরুল ইসলামের পরিবার।

নিউজটি শেয়ার করুনঃ