আগামী ১২ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠে
যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ সফল করুন
হোসেন মিন্টুঃ
রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ বলেন, যৌতুক দেয়া-নেয়া দুটোই ঘৃণ্য নিকৃষ্ট পন্থা। যৌতুকের অভিশাপ গ্লানি থেকে লাখো গরিব অসহায় পরিবারগুলোকে বাঁচাতে যৌতুক দেয়া নেয়ার বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঘরে ঘরে এই সামাজিক দুষ্টক্ষতের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও গণঘৃণাবোধ জাগ্রত করতে হবে। সংগঠনের ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ ইউনুছ রেজভী বলেন, যৌতুক, নারী নিপীড়ন, শিশু নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস, ধর্ষণ ও মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে সরকারকে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বরেণ্য আলেমে দ্বীন পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরীর আহবানে এবং রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উদ্যোগে আগামী ১২ মার্চ শনিবার বেলা ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিতব্য যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা, বর্ণাঢ্য র‍্যালী ও বাদে মাগরিব হতে তাফসিরুল কুরআন মাহফিল সফলকল্পে ০৮ মার্চ মঙ্গলবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ মিয়া জুনায়েদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ ইউনুছ রেজভী, মুহাম্মদ আবু ছালেহ্ আঙ্গুর, মাহমুদুল হক রাজিব, মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা আব্দুল কাদের রজভী, সাংগঠনিক সচিব মাওলানা এনামুল হক এনাম, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ আয়ুব তাহেরী, মাওলানা জাফর কামালী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ আব্দুশ শুক্কুর, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সায়হান নূরী, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ বরাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ