চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়া কে চেক প্রতারণায় আটক
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া কে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ২০ লাখ টাকার আর্থিক লেনদেন চেক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি। গতকাল সোমবার (৭মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদিন কলোনি থেকে ববিতাকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ টিম।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগ দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলার সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন। তিনি চট্টগ্রাম থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশনার সঙ্গেও যুক্ত ছিলেন।

তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানা ও কোর্টে প্রতারণা-ব্যক্তি প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ এবং ভয়ভীতি, হুমকি প্রদর্শন করার গুরুতর অভিযোগ রয়েছে বলে ভুক্তভোগিরা প্রতিবেদক কে জানিয়েছেন। তাছাড়া এই ববিতা বড়ুয়া ক্ষমতার অপরব্যবহার করে নগরী ও উপজেলায় নিরীহ-গরীব লোকদের শাররিক, মানিসক নির্যাতনও করতেন বলে বড়ুয়া পাড়া, প্রেসবাজারগলি (আন্দরকিল্লা) দেওয়ান বাজার এবং জামাল খান মোমিন রোডের একাধিক নির্যাতিতরা জানিয়েছেন। ভুক্তভোগিরা এই রুপবতী-ছলনাময়ী, নারী প্রতারকের দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবি জানান। এদিকে আরো একাদিক সূত্রে জানা গেছে যে, ক্ষমতার দাপট দেখিয়ে পত্রিকা প্রকাশনায় কর্মরত সাংবাদিক, কর্মচারী ও দৈনিক পত্রিকা বিলিকারী হকারদেরও মাসিক বিল দীর্ঘ বছর পর্যন্ত দেয় নি বলে জানাযায়।

নিউজটি শেয়ার করুনঃ