আরও বার বছর আগে
প্রদীপ দত্ত
তখন আমার একটি ভেজা হৃদয় ছিল স্যাতসেতে ভালবাসা ও পরিপূর্ণ আস্বাদ এবং অনাঘ্রাত ফুল ছিলে তুমি, পরিপূর্ণ গৃহিনীর মত আম কুড়ানি বুড়ি অথবা ঘরোয়া রমনী…।
তারপর একঝাঁক কুকুরের সাথে নিশি রাতে অসময়ে ঘুরে ঘুরে সব নীতিমালা ভেঙে পথের প্রান্তরে ডাস্টবিন হয়ে জেগে থাকা…..।
একজন অকবিতা নিয়ে আসে
“বাড়া চাঁদ উঠেছিল আকাশে”
হৈচৈ হুল্লোড় করে সব অভাগীরা
বোকাচোদা জনগণের পৃথিবীতে 
অকবিতা নিয়ে সব হুল্লোড় ভেঙে
ঈশ্বর জেগে ওঠে…।
মুখোশ পরে পৃথিবীর নরনারী
করোনা ভাইরাস নিয়ে তার স্বরে ডেকে
চলে কামাতুর গাভী
বছর শেষে জন্ম হয়
বকনা বাছুরের।
৯-০৩-২০
পতেঙ্গা

নিউজটি শেয়ার করুনঃ