ঢাকা বই মেলায় কবি প্রদীপ দত্ত’র চতুর্থ কবিতার বই প্রচ্ছদ
প্রকাশঃ ৯ মার্চ ২০২২ | ৮:২৩
ঢাকা বই মেলায় কবি প্রদীপ দত্ত’র চতুর্থ কবিতার বই প্রচ্ছদ
ঢাকা মহানগর সংবাদদাতাঃ
ঢাকা বই মেলায় ০৯-০৩-২০২২ কবি প্রদীপ দত্ত নিজেই উপস্থিতে, চতুর্থ কবিতার বই “গুটি পোকার স্বপ্ন” বইটির প্রচ্ছদ করেছেন প্রখ্যাত আর্টিস্ট ধ্রুব।
তিনি এষ বইটি উৎসর্গ করেন প্রয়াত চিত্র শিল্পী সালম আব্দুস কে। প্রকাশিত কবিতাচর্চা প্রকাশনা থেকে। বইটিতে রয়েছে অসাধারণ কিছু কবিতা যা নেয়া হয়েছে জীবন প্রকৃতি ও প্রেম থেকে। বইটি বাংলা সাহিত্যের এক নতুন সংযোজন।