পতেঙ্গা সিবিচএ ট্যুরিস্ট পুলিশ ও গার্লস প্রায়রিটির যৌত উদ্যোগে নারী দিবসে’র আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশঃ ৯ মার্চ ২০২২ | ১:২৮
পতেঙ্গা সিবিচএ ট্যুরিস্ট পুলিশ ও গার্লস প্রায়রিটির যৌত উদ্যোগে নারী দিবসে’র আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সিবিচ’র ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদের নির্দেশনা অনুযায়ী। ট্যুরিস্ট পুলিশ ও গার্লস প্রায়রিটি নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা জাহিদ পাশার উদ্যোগে ০৮/০৩/২০২২খ্রি. দুইশত নারীর উপস্থিতি তে নারী দিবসের ওপর আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পতেঙ্গা সিবিচ পরিদর্শক ইসরাফিল মজুমদার ও সেকেন্ড অফিসার এসআই প্রদীপ দত্ত সহ অন্যান পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্য ও সাংবাদিকগণ।