সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালত পরিচালার মাধ্যমে চারটি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে বুধবার (৯মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট চারটি মামলায় চারটি প্রতিষ্ঠানকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মোঃ অহিদুল ইসলাম(ভূইয়া স্টোর)কে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির জন্য হারাধন চন্দ্র পাল (দুলাল মিষ্টি ভান্ডার)কে ১০ হাজার টাকা ও ভূবন ঘোষ(ভূবন মিষ্টি কারখানা)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।চালে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর অধীনে আশোতোষ পাল (চালের গুদাম)কে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিমার মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সামছুন্নাহার স্বর্ণা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মোঃ শাহাদাত হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ