১৩ই মার্চ বরকল ইউনিয়নপ্রবাসী ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
১৩ই মার্চ বরকল ইউনিয়নপ্রবাসী ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
চন্দনাইশ উপজেলা প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলাস্থ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৩ই মার্চ রবিবার বিকাল ৩ টায় কানাইমাদারী আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং বরকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ক্লিয়ার টেক্স, জে.কে. শার্ট লিঃ এর পরিচালক মোহাম্মদ আবদুর রহিম চৌধুরী। সভাপতিত্ব করবেন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দর সংবর্ধনা, কোরআন হাফেজদের সংবর্ধনা, গরীব দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, কেক কাটাসহ বিভিন্ন আয়োজন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংগঠনের মহাসচিব জি.এম. আকবর খান ও প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিন।