১২ মার্চ শনিবার সৃজনশীল গবেষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলামের ১৩ টি গ্রন্থের প্রকাশনা উৎসব
হোসেন মিন্টুঃ
সৃজনশীল গবেষক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলামের ১৩টি গ্রন্থের প্রকাশনা উৎসব আগামীকাল (১২মার্চ শনিবার) বিকাল ৪টায় চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। বাংলা একাডেমী ও নজরুল ইনস্টিটিউটের সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করবেন কমান্ডারস ফোরাম চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী।

আলোচক থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন শাহ নিপু, বিশিষ্ট কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু, সাংবাদিক ও অধ্যক্ষ আবু তালেব বেলাল, কবি ও গল্পকার ফারজানা রহমান শিমু, চট্টগ্রাম সিনিয়র ক্লাব সভাপতি, ডা. সেলিম আক্তার চৌধুরী, প্রাবন্ধিক, সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান শিক্ষা স্ট্যান্ডিং কমিটি, চসিক এড. রাহেনা বেগম রানু প্রমুখ। উক্ত প্রকাশনা উৎসবে বইপ্রেমী সর্বস্তরের জনতার উপস্থিতি কামনা করেছেন প্রকাশনা উৎসবের আহ্বায়ক ডা. সরফরাজ খান চৌধুরী ও সচিব সোহেল রানা।

নিউজটি শেয়ার করুনঃ