সৎভাবে ব্যবসা করলে মহান আল্লাহ্র সন্তুষ্টি অর্জন হয়
হোসেন মিন্টুঃ
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মহান আল্লাহ্ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে বৈধতা দিয়েছেন। তাই ব্যবসার মাঝে বিশেষ বরকত নিহিত আছে। প্রিয় নবিজী (দ) বলেছেন, সৎ ব্যবসায়ীদের হাশর হবে নবীদের (আঃ) সাথে। এ সুবর্ণ সুযোগ কাজে না লাগিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর তথাকথিত মুসলমান দুনিয়া লোভে ব্যবসার নামে মানুষকে প্রতারিত করছে। যারা এসব কাজ করছেন তারা মানুষের প্রতি জুলুম করছে। ভেজাল মেশানো, ওজনে প্রতারণা ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পবিত্র রমজান মাসসহ বিভিন্ন সময়ে তারা মানুষের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলছে। তাদের চিন্তা করা উচিত যে, এ পৃথিবীর জীবন একটি ক্ষণস্থায়ী পরীক্ষা কেন্দ্র এবং তারাই সফল যারা মহান আল্লাহ্ তা’য়ালা ও প্রিয় নবিজী (দঃ) এর সন্তুষ্টি অর্জন করেছে।

চট্টগ্রাম ১৪ই মার্চ, ২০২২ রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় হামিদগাঁও আকবরিয়া দরবার শরীফে শাহ্ আকবরিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন ও কোরআনে হাফেজদের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওলানা কাজী আবু নছর মোহাম্মদ ইয়াছিনের সভাপতিতে আলোচনায় অংশগ্রহণ করেন, আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, মওলানা মহিউদ্দীন ফারুকী, মাওলানা বখতিয়ার হামিদ মাইজভাণ্ডারী, খলিফা আলহাজ্ব কাজী মোহাম্মদ শহিদুল্লাহ মাইজভাণ্ডারীসহ আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ। পরে হুযুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা (দঃ) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (দঃ) মুনাজাতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ