১৮মার্চ থেকে ফৌজদারহাট অংশে সব ধরণের যানচলাচল বন্ধ থাকবে
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শুক্রবার (১৮মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘন্টার জন্যে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কালুশাহ ফকিরহাট এলাকায় মহাসড়কের উপর নির্মিত স্টিল ফুটওভার ব্রিজে ডেকবিম স্থাপনের জন্য দেড় ঘন্টার জন্যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সোমবার(১৪ মার্চ) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বিকল্প রোড হিসেবে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড ফৌজদারহাট এবং বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি। এদিকে এত দীর্ঘসময় অতি ব্যস্ততম মহাসড়ক বন্ধ থাকলে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে বিশাল যানজট সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, যাত্রী ও গাড়ী চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুনঃ