পথ
প্রদীপ দত্ত 
ছুটে চলা এই পথ বেয়ে 
নীল ঘোলাটে আলো নিয়ে
ঘুম ভরা রাত সারারাত 
কুয়াশার চাদর বিছানো আল খেত
ধরে ছুটে চলা সে পথ ধরে।
এই জীবনের স্বপ্ন দেখা
কত গলি পথে কেটে গেলো সময় কত বার
ফেরা হয়নি আর সে পুরনো পথে
রাত জেগে চলা কত পথ হারায়েছে
তার মতো করে।
আকিঁবুকিঁতেও আঁকা সেসব
পথে আর ফেরা হবেনা
নতুন পথের ডামাডোলে হারাবে সে
বুনো পুরোনো পাতাঝরা দীঘির পাড়ের পথ
সাগরের ঢেউ এসে লুটোপুটি করে পুরোনো সে 
পথে আর হবেনা ফেরা
আর ফেরা হয়না।
১৫-০৩-২২

নিউজটি শেয়ার করুনঃ