চকরিয়ায় আসামিদের সাথে ওসি’র জন্মদিন উদযাপন, ওসি ওসমান কে প্রত্যাহার
চকরিয়ায় আসামিদের সাথে ওসি’র জন্মদিন উদযাপন, ওসি ওসমান কে প্রত্যাহার
চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। জন্মদিনে থানার মধ্যে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কাটায় তাকে প্রত্যাহার করে বৃহস্পতিবার (১৭মার্চ) দুপুরে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার) সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, তিনি (ওসি-ওসমান গনি) কে বিধি ভঙ্গ করায় আজ বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, গত ২মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। ঐ দিন তিনি নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। জন্মদিন উপলক্ষে পরে ছিলেন আকাশি রঙের সাদা পাঞ্জাবি। হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেওয়া ও আসামিদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখে সমালোচনা করছেন অনেকে। ওসমান গণি চার মাস আগে চকরিয়া থানার ওসি হিসেবে যোগ দেন। মাত্র চার মাসের মাথায় তিনি প্রত্যাহার হলেন।