সীতাকুণ্ডে ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১৭মার্চ এ উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মসজিদে মিলাদ দোআয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মো: আশরাফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত)সুমন বণিক, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব রেহানউদ্দীন রেহান, ১০নং সলিমপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুদ্দিন রাশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ