স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সূর্বণজয়ন্ত্রী মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলা ১৭মার্চ থেকে ২৩মার্চ পর্যন্ত চলবে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুুুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ৪সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উওর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
মেলায় উপজেলা প্রশাসন, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, সীতাকুণ্ড প্রেসক্লাব, যুব উন্নয়ন, মহিলা অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, টিআইও, ফায়ার সার্ভিসে, কৃষি অফিস, মৎস্য অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসসহ সরকারী বেসকারী মিলে সর্বমোট ৩৬টি স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদসহ প্রমুখ।