সীতাকুণ্ডে গহীন পাহাড় থেকে পথহারা ১৭পর্যটক কে উদ্ধার করলো পুলিশ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
ঘুরতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গহীন পাহাড়ে পথহারা ১৭পর্যটককে উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার(১৭মার্চ) রাত দেড়টার সময় উপজেলার পন্থিছিলা এলাকায় গভীর পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। জানা যায়, ১৭জনের একটি দল সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় পাহাড়ে আসেন ঝর্ণা দেখতে। তারা নাইট ক্যাম্পিং এর নামে পাহাড়ে তাবু টাঙিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ৪জন পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। তারা বাকিদের খুঁজে না পেয়ে বিপদে পড়ে যান। ঐ সময় চারজন হারিয়ে যাওয়ার বিষয়টি ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চান।

এরপর ৯৯৯ কল সেন্টার থেকে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করা হলে গভীর রাতে দুর্গম পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার সময় উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক জানান, অন্য জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের একটি দল রাতে পাহাড়ে গিয়ে পথ হারিয়ে ফেলে সাধারণত রাতে ঐ এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়।আমরা খবর পেয়ে তাদের নিরাপদে ফিরে নিয়ে আসি।

নিউজটি শেয়ার করুনঃ