বোয়ালখালীতে মাশফি হত্যার বিচারের দাবীতে খেলাঘরের মানববন্ধন
বোয়ালখালী উপজেলা প্রতিনিধিঃ
মাসব্যাপী কর্মসূচী বোয়াখালীর পশ্চিম চরনদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় শিশু শিক্ষার্থী ইফতেখার মালিকুল মাশফি‘র হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে খেলাঘরের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়েছে। আজ শনিবার (১৯মার্চ) বিকাল ৪ টায় বোয়ালখালী উপজেলা পরিষদ এর সামনে অনুষ্ঠিত মানব বন্ধনের সভাপতিত্ব করেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, কলামিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ, যুবনেতা মো. সেলিম উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, খেলাঘর সংগঠক ডা. মিহির বরণ বড়ুয়া, ইউপি সদস্য সাদ্দাম হোসাইন, আসিফ তালুকদার, সাজু খান, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, পূবার্শা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সজীব নাথ, দ্বীপশিখা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সরোজ বড়য়া পল্লাব, সোপান খেলাঘর আসরের সহ সভাপতি সাজ্জাদ হোসেন, বহদ্দার পাড়া একতা সংঘের সভাপতি খোরশেদ আলম, সূর্যতরুন ক্লাবের সভাপতি মো. জাহেদুল আলম। এতে নিহত মাশফির মামা মাসুদ খান উপস্থিত ছিলেন। মানববন্ধনের ঘোষনা পাঠ করেন খেলাঘরের সদস্য আনিকা বড়ুয়া, মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করেন প্রিয়া নাথ। এতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, চরনদ্বীপ মিতালী সংঘ, ফকিরাখালী একতা সংঘ, আলোড়ন কালব, উত্তরণ ক্লাব, হযরত জংলীপীর স্মৃতি সংসদ, বহদ্দার পাড়া একতা সংঘ, সূর্যতরুন ক্লাব সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে।

মাসব্যাপী কর্মসূচী মধ্যে রয়েছে মাশফি হত্যার বিচারের দাবীতে প্রচার প্রচারনা, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময়, কালো ব্যাজ ধারণ, প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে শিশু নির্যাতন, শিশু হত্য বিরোধী সচতেনতা কার্যক্রম, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ঘন্টার ক্লাস বর্জন, সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ, ছাত্রধর্মঘট। গত ৫মার্চ সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপস্থ মাদ্রাসা ভবনের দ্বিতীয় তালার ষ্টোর রুম থেকে মাশফির গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। নিহত ইফতেখার মালেকুল মাশফি চরণদ্বীপ ফখিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে।

নিউজটি শেয়ার করুনঃ