চার দিনের সরকারী সফরে নিজ গ্রাম সন্দ্বীপে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪দিনের সরকারী সফরের অংশ হিসেবে নিজ গ্রাম সন্দ্বীপে গিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। শনিবার(১৯মার্চ) সকাল ১০টা ৫০মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কুমিরা ঘাটে এসে পৌঁছান। সেখানে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর ১১টা ৪০মিনিটে তিনি স্পীর্ড বোট যোগে সন্দ্বীপ পৌঁছান।

জানা যায়, সিইসি দীর্ঘ পাঁচ বছর পর নিজ উপজেলা সন্দ্বীপে গেলেন। তিনি মুছাপুর নানার করব জিয়ারত করে সারিকাইত ইউনিয়নে তার নিজ বাড়ী কাজী বাড়িতে অবস্থান করবেন। (২০মার্চ) রবিবার সকাল ১১টার সময় উপজেলার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্দ্বীপ গিয়ে পৌঁছালে সিইসিকে সন্দ্বীপ থানার পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ